Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্র.নং

কর্মসূচির নাম

কাজের ধরণ

কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য

বাস্তবায়ন কাল

০১

গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচী

পুকুর/ খাল খনন/ পূনঃখনন,রাস্তা নির্মাণ/ পূনঃনির্মাণ, রাস্তা-বাঁধ নির্মাণ/ পূনঃনির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণের জন্য নালা ও সেচনালা খনন/ পূনঃখনন, বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাট, মাটির কিল্লা নির্মাণ/ পূনঃনির্মাণ ইত্যাদি কার্যক্রম।

উদ্দেশ্য - প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রমীণ অবকাঠামো নির্মান/ পূনঃনির্মাণ এবং স্বাভাবিক অবস্থায় গ্রমীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন।

লক্ষ্য - গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্র জনগণের আয় বৃদ্ধি, খাদ্য সরবরাহের ভারসাম্য রক্ষা ও দারিদ্র বিমোচন।

নভেম্বর- জুন

০২

গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টি,আর) কর্মসূচী

রাস্তা ও বাঁধ মেরামত, নালা নির্মাণ/ সংস্কার, নর্দমা খনন এবং সংরক্ষন ,ধর্মীয়/ শিক্ষা/ জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান সমূহ মেরামত/ উন্নয়ন, সেনিটারী ল্যাট্রিন নির্মন সহ পরিবেশ উন্নয়নকল্পে জনহিতকর কার্য সম্পাদন প্রভৃতি।

লক্ষ্য ও উদ্দেশ্য- গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষনাবেক্ষণ, দরিদ্র জনগনের কর্মসংস্থান সৃষ্টি, জনগনের খাদ্য সরবরাহ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন ও দারিদ্র বিমোচন।

অক্টোবর- জুন

০৩

ভি.জি.এফ কর্মসূচী

সুবিধাভোগী- গ্রামীণ দূস্থ জনসাধারণ।

মঙ্গা মোকাবেলা কল্পে এবং দুস্থ জনগনের মাঝে বিনামূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করা।

অক্টোবর-নভেম্বর, মার্চ-এপ্রিল এবং ঈদ উপলক্ষে

০৪

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী

ক) রাস্তা ওবাঁধ মেরামত, নালা নির্মাণ/ সংস্কার, নর্দমা খনন এবং সংরক্ষন ,ধর্মীয়/ শিক্ষা/ জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান সমূহ মেরামত/ উন্নয়ন, সেনিটারী ল্যাট্রিন নির্মন সহ পরিবেশ উন্নয়নকল্পে জনহিতকর কার্য সম্পাদন এবং কম্পোজড হিপ/ জৈব সার তৈরি, হেলিপ্যাড/ বাজারের চত্বর উচু করন ও বৃষ্টির পানি/ খাবার পানি সংরক্ষনের জন্য রিজার্ভার নির্মান।

খ) প্রকল্পসমূহ টেকসই, দৃষ্টিনন্দন ও সামগ্রীক ভাবে ব্যবহার উপযোগী করার লক্ষে Non-wage Cost দ্বারা বৃক্ষ রোপণ, সেনিটারী ল্যাট্রিন, বাঁশের সাঁকো, বক্র কাল্ভার্ট, প্যালাসাইডিং কার্যক্রম।

অতিদরিদ্র বেকার জনগেষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি, ক্রয় ক্ষমতা বৃদ্ধি, জনসম্পদ সৃষ্টি, অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন, তা রক্ষনাবেক্ষন এবং পরিবেশ উন্নয়ন।

১ম পর্যায়ঃ অক্টোবর-নভেম্বর, ২য় পর্যায় ঃ    মার্চ-এপ্রিল

 

 

 

 

 

 

০৫

সেতু/ কালভার্ট নির্মান কর্মসূচী

গ্রামীণ রাস্তায় ছোট ছোট (১২ মি. দৈর্ঘ্য পর্যন্ত ) সেতু/ কালভার্ট নির্মাণ।

সড়ক যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন।

অক্টোবর- ফেব্রুয়ারি

০৬

জি.আর. কর্মসূচী

ঢেউটিন, জি আর চাল, জি আর ক্যাশ, গৃহবাবদ মঞ্জুরী ও শীতবস্ত্র বরাদ্দ।

বিভিন্ন প্রাক…ৃতক দূর্যোগে ক্ষতিগ্রস্থ জনগনের দূর্দশা লাঘবে খয়রাতি সাহায্য প্রদান।

বছরের যে কোন সময় দূর্যোগ মোকাবেলায় এবং শীতকালে।